Recent Posts

Project-54

Share this!

কলেজজীবনের ৫৪ জন বন্ধুর একসাথে থাকার ৫৪টি গল্প লেখার একটা কাজ (Project-54) হাতে নিয়েছি। ঠিক কতদিনে শেষ করতে পারবো জানি না। আদৌ শেষ করতে পারবো কিনা, তাও জানি না। তবে আপাতত শুরু করেছি। বিভিন্ন কাজের জন্য কিংবা ইচ্ছার অভাবেই নিয়মিত লেখা হয় না, তবে মাঝে মাঝে লেখার চেষ্টা করি। সবার লেখা পাওয়া যাবে এখানে।

* ছবি ইডিট করেছিলাম, এখনো লেখা হয় নি।