Recent Posts

About

Hello, World!

ব্লগ সম্পর্কে

লক্ষ্য এবং উদ্দেশ্য

মূলত আবেগের বশেই কলেজজীবনের সব বন্ধুর নামে একটা করে স্মৃতিকথা লেখার কাজ হাতে নিই। জানি না কতদূর এই কাজটা এগিয়ে নিতে পারবো, তবে সেগুলো একসাথে সাজিয়ে রাখার জন্যই এই ব্লগ। 

এছাড়া কিছু বিজ্ঞানভিত্তিক পেইজের সাথে জড়িত থাকায় এবং নিজের আগ্রহ থেকে কিছু গণিত কিংবা বিজ্ঞানবিষয়ক লেখালেখি করেছি। নিজের শখের বশেও অনেক কিছু লিখে রাখার চেষ্টা করেছি। অ্যাকাডেমিক বিষয়ে লিখলে নিজের ধারণাগুলোও স্পষ্ট হয়। 

এসব বিষয় মাথায় রেখে সবগুলো লেখা সাজিয়ে রাখার জন্যই এই ব্লগ তৈরি করেছি। অন্য কোন বাণিজ্যিক উদ্দেশ্য নেই।

কেন 'Thursday Thoughts'?

সারা সপ্তাহের ক্লান্তির পর বৃহস্পতিবার আমার কাছে সবসময়ই স্পেশাল। কলেজজীবনে এদিন পিটি থাকতো না, প্রেপ থাকতো না - আরও অনেক কিছু। বিশ্ববিদ্যালয়জীবনেও দেখছি এদিনটায় চিন্তা করার ফুরসৎ পাওয়া যাচ্ছে। সেই চিন্তাভাবনাগুলোই লিখে রাখছি। তাই ব্লগের নাম "Thursday Thoughts"।

আমার সম্পর্কে

আমি একজন অতি সাধারণ একজন মানুষ, কাজের চেয়ে অকাজের দিকে যার মনোযোগ বেশি। অবসরে বই পড়ি, লেখালিখি করি। স্পীডকিউবিং আর স্টারগেজিংয়েরও ঝোঁক আছে।

Education:

  • Primary: Bogra Cantonment Public School

  • High School: Bogra Zilla School

  • Secondary: Rangpur Cadet College

  • Higher Seondary: Rangpur Cadet College

  • Bachelor of Science: Bangladesh University of Engineering and Technology (Ongoing)


  • To know more, feel free to reach out: cadetmohaimin1999@gmail.com

    You can also find me via social media handles.